যশোরে অপহরণকাণ্ড: ৮ দিন পার হলেও ধরা ছোঁয়ার বাইরে অপহরণকারী

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

গত ২৪ জুলাই যশোরের জনপ্রিয় সমাজসেবামূলক সংগঠন যশোর কমিউনিটির সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ-এর ছোট ভাইকে সকাল ১০টা ৩০ মিনিটে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অপহরণ করা হয়। পরে তাকে ১৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা হয়। এবিষয়ে তিনি সেদিনই যশোরের কোতয়ালী থানায় জিডি করেন। কিন্তু অপহরণের ৮ দিন পার হয়ে গেলেও অপরাধীরা ধরা ছোয়ার বাইরে। এ ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন সাধারণ সম্পাদক পরশ।

পরশ বলেন, “জন্মভূমি প্রিয় যশোর এখন ভালো নেই। চারিদিকে আইনশৃঙখলা পরিস্থির চরম অবনতি ঘটছে। আমার ভাইকে অপহরণের এতোদিন পার হয়ে গেলেও অপরাধীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এটা নিয়ে আমি হতাশ।”

এবিষয়ে যশোর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাইয়ান হাসার বলেন, “ফেরদৌস পরশ একজন সমাজসেবী। কেন তাকে হয়রানির শিকার হতে হচ্ছে? যশোরবাসীকে অনুরোধ করব সাহায্যের জন্য এগিয়ে আসুন। সে যশোরের ছেলে। যশোরের ছেলের জন্য যশোরবাসীকেই সচেতন হতে হবে। ফেরদৌস পরশ তো আপনাদের জন্যই কাজ করছে। যশোরের আইনশৃঙখলা বাহিনীকে অনুরোধ যতদ্রুত সম্ভব প্রকৃত অপরাধীদের ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য।”

তিনি অতি দ্রুত দোষীদের আটক করে কঠিন বিচার ও শাস্তির দাবী করেছেন।