যশোর কমিউনিটি ও Footsteps এর করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

Footsteps এর সার্বিক সহযোগিতায় আজ যশোরের দড়াটানা, বড় বাজার, চৌরাস্তা, জেল রোড ও কালেক্টরেট ভবনের আশেপাশে মাস্ক প্রদান করে যশোর কমিউনিটি। চিকিৎসক কিংবা সাধারণ মানুষ, পুলিশ বা জেলা প্রশাসক, রাস্তার পাশে ফেরিওয়ালা বা ভিক্ষুক, রিকশাওয়ালা কিংবা বয়ঃবৃদ্ধা সবার কাছে Footsteps এর সহযোগিতায় মাস্ক পৌঁছে দিচ্ছে যশোর কমিউনিটি।

উক্ত আয়োজনে সাথে ছিলো যশোর কমিউনিটির সাংগঠনিক সম্পাদক সনজিৎ চক্রবর্তী। এছাড়া যশোর কমিউনিটির সদস্য কাকলি আলমগীর শিশির, আতিক হাসান, রিফাত আহমেদ বাবু ও আহমেদ ইমনসহ আরও অনেকে।

এ প্রসঙ্গে যশোর কমিউনিটির সভাপতি ডাঃ মোঃ রাইয়ান হাসার বলেন, Footsteps এর সহযোগিতায় আমরা কাজ করতে পেরে আনন্দিত। যশোরের জন্যই কাজ করছে যশোর কমিউনিটি। ভবিষ্যতে আমরা যশোরের জন্য আরো ভাল কিছু করব ইনশাআল্লাহ। যপশোরের ইতিহাস, ঐতিহ্য তুল্র ধরার পাশাপাশি ভবিষ্যৎ যশোরের জন্য আমরা কাজ করছি। যশোর কমিউনিটির নির্বাহী পরিষদ সদস্য সাকিব আহমেদ রাইভী বলেন, Footsteps কে অভিনন্দন যশোরের জন্য কাজ করার জন্য। আশা করি আমরা নতুন নতুন কাজ নিয়ে যশোরবাসীর সামনে অব্যাহতভাবে আসব।

যশোর কমিউনিটি।
অন্তরে বাহিরে যশোরের সুর।