যশোর সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলার মেলার ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

অদ্য ২৬/০৪/২০২১ রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলার মেলার আয়োজনে এ করোনাকালীন দুঃসময়ে ছিন্নমূল খেটে খাওয়া ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কর্মসূচি পরিচালনা ও সমন্বয় করেন রোহিত রায় (সভাপতি, বাংলার মেলা)। এ প্রয়াসে সহযোগিতায় ছিলেন সমাজ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠন সভাপতি রোহিত রায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, যশোর ভলেইন্টিয়ারস সহ ইন্টার‌্যাক্ট ক্লাব অব যশোর মিডসিটি কে। এ প্রয়াসে উপস্থিত থাকেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল নান্নু, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ যশোর জেলা সংসদের সম্মানিতযুগ্ম আহবায়ক আল সুফিয়া আনন, সদস্য সচিব মোঃ কামরুল হাসান রিপন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাবু। সেই সাথে উপস্থিত থাকেন পুলিশ কর্মকর্তা আবু জাফর সেকেন্দার (এস.আই) সহ মোঃ লিপন, প্রণব দাস ও আয়োজক প্রতিষ্ঠানের জেলা শাখার সম্মানিত সভাপতি রুদ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক অভিজিৎ অধিকারী। সাথে থাকেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তরঙ্গ সরকার। সেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেন ত্রিদীপ দেবনাথ বর্ষণ, নিলয় হালদার, অভিজিৎ পাল। উপস্থিত থাকেন সহযোগী সংগঠন যশোর ভলেন্টিয়ারস্ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্র সরকার, অংকন নাগ, অঞ্জন হালদার সহ জয় গোপাল রায়। এছাড়া ব্যবস্থাপনা পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন সুদীপ্ত সাহা ও কলি রহমান।