যশোর হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

শোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০ জন করোনা রোগীকে খুঁজে পেয়েছে পুলিশ। এদের মধ্যে ভারতফেরত রয়েছেন সাতজন। তাদের সবাইকে আবারও হাসপাতালে ভর্তি করা হবে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীদের পাওয়া গেছে। তাদের আবারও যশোর জেনারেল হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিনে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে ১০ জন করোনা পজিটিভ রোগী ভর্তি হন। এদের মধ্যে সাতজন ভারত ফেরত ছিলেন। তাদের বেনাপোল ইমিগ্রেশন থেকে চিকিৎসার জন্য এ হাসপাতালে পাঠানো হয়।

করোনা ওয়ার্ডে দায়িত্বরত একজন সিনিয়র নার্স জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসা দশজন ওয়ার্ডে ভর্তি ছিলেন। কিন্তু রোববার সকালের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘পুলিশ তাদের খুঁজে পেয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন তাদের আবারও ভর্তি করা হবে। শয্যা প্রস্তুত রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি।’

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘করোনা ওয়ার্ডে নার্স ও চিকিৎসক দায়িত্ব পালন করেন। সেখানে নিরাপত্তাকর্মী ছিল না। গেট তালাবদ্ধ করা হয়নি। এজন্য রোগীরা চলে যেতে পেরেছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা নেই। তবে তালাবদ্ধ রাখলে এভাবে চলে যেতে পারত না। যারা আক্রান্ত তাদের বেশি সচেতন হওয়া উচিত ছিল।’