যাত্রী সংকটে রবি ও সোমবারের সব ফ্লাইটও বাতিল করল বিমান

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটে যাত্রী কম থাকায় ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। আগামীকাল রবি ও সোমবার (৭ ও ৮ জুন) কোনো ফ্লাইট পরিচালনা করবে না বিমান সংস্থাটি। এ নিয়ে টানা সাতদিনের ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। বিমান বাংলাদেশ ফ্লাইটও বাতিল করলেও চলাচল করছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, যাত্রী সংকটের কারণে সামনের দুদিনের ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইনসটি। আর আগে ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গতকাল শনিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। সেখান থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসা হবে।

করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ তিন রুটে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর দ্বিতীয় দিন ২ জুন ও তৃতীয় দিন ৩ জুন যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। ৪ জুন হতে টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।