যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২২

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।১৯৯৭ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে চার বছরের জন্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অলব্রাইট। তিনি অভিবাসী আমেরিকান। তাঁর জন্ম চেক প্রজাতন্ত্রে।

ম্যাডেলিন অলব্রাইট ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি পরিবার ও বন্ধুবান্ধবে পরিবেষ্টিত ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, একজন দাদি, একজন বোন, একজন চাচি, খালা, ফুফু ও একজন বন্ধুকে আজ হারলাম।’

বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ম্যাডেলিন অলব্রাইটের জন্ম। তাঁর বাবা ছিলেন চেকোস্লোভাকিয়ার একজন কূটনীতিক।