রমজানে বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২২

প্রতিবছর রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার খোলা থাকছে। রমজান মাসে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান চলবে।

সোমবার (২৮ মার্চ) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি দেশের সকল জেলা ও বিভাগেও পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে চিঠিতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।