রাশিয়াঃ করোনাভাইরাসের ভ্যাকসিন বানাল পশুর জন্য..

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

পশুর জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি করেছে রাশিয়া। এই ব্যাচে ভ্যাকসিনের ১৭ হাজার ডোজ রয়েছে। খবর রয়টার্সের।

রুশ নিয়ন্ত্রক সংস্থা রোসেলখোজনাজোর এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ব্যাচের ভ্যাকসিন রাশিয়ার কয়েকটি অঞ্চলে সরবরাহ করা হবে।

গত মার্চে কার্নিভ্যাক-কোভ নামের এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটি। পরীক্ষায় দেখা গেছে, এই ভ্যাকসিন কুকুর, বিড়াল, শেয়াল ও মিংকের শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে মানুষ থেকে পশুর মধ্যে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।