লকডাউন ৭ দিন বাড়লো

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

চলমান লকডাউনের বিধিনিষেধের সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এ বিধিনিষেধ বহাল থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলা গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে সকল যাত্রীকে মাস্ক পরিধান করতে হবে।

এছাড়াও হোটেল ও খাবার দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।