লালপুরে বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

 

 

জাহিদ হাসান

নাটোর প্রতিনিধি

 

‘পুলিশ জনতাই, জনতাই পুলিশ, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ও লালপুর থানার আয়োজনে বিট পুলিশং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কদিম চিলান ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কদিম চিলান ইউনিয়নের চেয়ারম্যান আনসারুল ইসলাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরীফ আল রাজিব।ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিমের সার্বিক সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর থানার তদন্ত ওসি মোঃ জালাল উদ্দিন, এবং স্থানীয় জনসাধারণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।