শার্শায় বর্ণাঢ্য আয়োজনে “যায়যায়দিন” পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ৮, ২০২২


মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বিশেষ প্রতিনিধিঃ

বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলার শার্শা উপজেলায় উদযাপিত হলো দেশের গণমাধ্যম জগতে শীর্ষস্থান পাওয়া দৈনিক “যায়যায়দিন” পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার(৮ জুন) এ উপলক্ষে সকাল ১০ টায় শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা হয় এবং পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এ সকল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সভাপতি- মোঃ সাহিদুল ইসলাম শাহিন, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, দৈনিক জাগরণ প্রত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক জাহিদ হাসান, ইমরান হোসেন, জসিম উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলোক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উৎসবের বর্ণাঢ্য সকল আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন-পত্রিকাটির শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল সরদার।

উল্লেখ্য, “যায়যায়দিন” ১৯৮৪ ইং সনে সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে,প্রথম বার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে, সে সময় তেমন সাড়া না পাওয়ায় দৈনিক হিসেবে প্রকাশ বন্ধ করে দেয়া হয়। এরপর আবার ২০০৬ সালে নতুন আঙিকে পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশিত হতে থাকে।