শুক্রবার খালেদার জন্য সারাদেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ৬, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশের মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মে) সকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারাদেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মের যেসব উপাসনালয় রয়েছে সেগুলোতে আমাদের সব ইউনিটগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান করবেন, প্রার্থনা সভা করবেন।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মহানগর বিএনপির ১০ জন নেতাকর্মীর পরিবারকে ঈদের উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে বিএনপির হাবিব উন নবী খান সোহেল, মুন্সি বজলুল বাসিত আনজু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, যুবদলের এস এম জাহাঙ্গীর, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপন উপকমিটির নেতা আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।