শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত-১, আহত ২৫

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২২


এম কামরুজ্জামান, শ্যামনগর-সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আমির হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার সকালে সাবেক ইউপি সদস্য আব্দুল বারীর সমর্থক নাদের আলীকে মারধর করে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর লোকজন। ঐ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্দুল বারীর কর্মী সমর্থকরা আব্দুল হামিদ লাল্টুর লোকজনকে গালিগালাজ করে। এসময় দু’পক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে তা সংঘর্ষে রুপ নেয়। খবর পেয়ে আব্দুল হামিদ লাল্টু ছেলে মোখলেছুর রহমান মিলন, মেহেদি হাসান ও ভাই আনিছুর রহমান সহ ৩০/৩৫ জন কর্মী সমর্থক নিয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে যোগ দেয়। এক পর্যায়ে ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ঢুকে সেখানে অবস্থানরত আব্দুল বারীর কয়েক সমর্থককে কুপিয়ে আহত করে। দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন মারাত্বকভাবে আহত হলেও আব্দুল হানান (৪০), ইব্রাহিম গাজী(৩০)আক্তার হোসেন (৩১), ইসমাইল হোসেন (৩৪), ইমাম আলী (২৭), নাছির উদ্দীন (২৮), সোবহান মোল্যঅ (৩৮), আব্দুস সাদেক (৪১), আলাউদ্দীন (২৭), মেহেদী হাসান বাবু(২৩), আব্দুল আজিজ (৫০), সিরাজ হোসেন (৪০), হাফিজুর রহমান, (৪০)সহ আরো অনেক। এতে আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল বারী সমর্থকদের মধ্যে টেংরাখালী গ্রামের আবুল হোসেনের ছেলে আমির হোসেনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি এবং ঘটনাস্থলে আমার পুলিশ ফোর্স যেয়ে উভয়পক্ষকে নিয়ন্ত্রণের নিয়ে আসে হাসপাতালে একজন মারা গেছে তাকে থানায় নিয়ে আসেন উভয় পক্ষের কোন অভিযোগ পাওয়া যায়নি পেলে তদন্ত সাপকে ব্যবস্থা গ্রহণ করা হবে।