শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালিত

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২৬ জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রেন্ডশিপ, কারিতাস, লিডার্স এনজিওর সহযোগিতায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,সাংবাদিকবৃন্দ,এনজিও প্রতিনিধি, বনবিভাগ কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
আলোচনায় ফ্রেন্ডশিপ এনজিওর ম্যানগ্রোভ প্লান্টেশন প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার মোঃ মঈদুল ইসলাম ম্যানগ্রোভ বনায়নের সার্বিক পরিস্থিতি, গুরুত্ব উপস্থাপন করেন।সভায় বক্তারা বলেন, ম্যানগ্রোভ বনায়নের চারা লাগালে বেঁড়ি বাঁধ সুরক্ষিত থাকে। বেড়ী বাধের পাশে যে সমস্থ জায়গায় ম্যানগ্রোভ গাছ আছে সেখানে বাধ ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাচ্ছে। অনেক গাছ পালা কাটা হয়েছে। ফলে বেঁড়ী বাঁধের অবস্থা অনেক স্থানে ভাল থাকছে না।