শ্যামনগরে উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি ও কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

“শান্তির জন্য পরিবর্তন’পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ অক্টোবর বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা লেঃ কঃ সাব্বির হোসেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল সাত্তার মোড়ল,জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান,আশারাফ হোসেন, জাহাঙ্গীর।
আরো বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবসংহতি’র সভাপতি জি,এম আব্দুল কাদের, সাবেক যুবসংহতি সদস্য শহীদ হোসেন,উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মোঃ রবিউল ইসলাম,উপজেলা ছাত্র সমাজের সভাপতি আব্দুল আলিম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আহমদ আলী,যুগ্ন সাধারন সম্পাদক আশরাফ হোসেন,সাংস্কৃতিক সম্পাদক সামিউল ইসলাম মন্টি সহ সংগঠনিক শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মারুফ বিল্লাহ রুবেল,ছাত্র সমাজের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,আবু সাইদ,ডাঃ মিজানুর রহমান, সাংবাদিক এস এম আলমগীর হায়দার সহ ১২ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি,সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ ভোট করার প্রস্তুতি নিয়ে দেশে এ প্রান্ত থেকেও প্রান্ত পর্যন্ত কাজ করে যাচ্ছে। তাই আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের তৃণমূল পর্যায় দলকে সুসংগঠিত করে শক্তিশালী দলে পরিণত করতে হবে। পরিশেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ সহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করেন।