শ্যামনগরে জমাজমির বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধু আহত

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে জমাজমির বিরোধকে কেন্দ্র করে আছিয়া বেগম (৩৬) নামে এক গৃহবধু আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহত গৃহবধূ হলেন কদমতলা গ্রামের আব্দুর রহিম গাজীর স্ত্রী আছিয়া বেগম।ঐ গৃহবধূ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

আহত আছিয়া বেগম বলেন, আমার রেকর্ডিয় সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসিতেছি। কিন্তূ আজ ১১ সেপ্টেম্বর রবিবার সকালে আমার ভোগ দখলীয় সম্পত্তিতে আমার গ্রামের মৃত্যু জহুর আলীর ছেলে ইমাম হোসেন,আলম আলী, গফফার গাজী ছেলে ইসরাফিল ও ইলিয়াস সহ আরো অনেকে আমাদের ভোগ দখলীয়ও সম্পত্তিতে জোর করে চাষ করতে যায়। আমি বাধা দেওয়ায় উক্ত আসামিগণ একজোট হয়ে আমাকে এলো পাতাড়ি মারধর শুরু করে। এতে আমি গুরুতর আহত হয়ে পড়ি আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আসামিগণ পালিয়ে যায়। পরবর্তীতে আমার অবস্থার খারাপ হওয়ায় দ্রুত আমার স্বজনরা শ্যামনগর হাসপাতালে নিয়ে ভর্তি কর। আমি বর্তমান চিকিৎসাধীন আছি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।