শ্যামনগরে জমিজমাসংক্রান্ত সংর্ঘষে আদালতে মামলা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২


বি এম বাবলুর রহমান:-

শ্যামনগরে জমিজমাসংক্রান্ত বিরোধের কারণে পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষ আহত-৩ আদালতে মামলা।
শুক্রবার ৫ আগষ্ট রাত সাড়ে নয়টার সময় স্থানীয় মসজিদের সাথে এওয়াজ কৃত জমি নিয়ে হাদিউজ্জামান এর পরিবারের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে আহতরা বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এর আদালতে মামলা দায়ের করেছেন হাদিউজ্জামান।

মামলার বাদী/ অভিযোগকারী মোঃ হাদিউজ্জামান শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের মৃত শামসুজ্জামান এর ছেলে।বাদী/ অভিযোগকারীর পক্ষের দাখিল কৃত মামলা শুনানির পর ডি বি সাতক্ষীরা কে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।আদালতে দাখিল কৃত মামলায় বলা হয়েছে। ঘটনার দিন রাত অনুমানিক সাড়ে নয়টার দিকে একই এলাকার মৃত আব্দুল মান্নান গাজী ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক, আব্দুল মাজিদ গাইন এর ছেলে আব্দুল হান্নান, আব্দুল মাজিদ গাইন এর ছেলে আব্দুল গাফফার,মোঃ তবিবুর রহমান ,পিতা-মৃত আব্দুল ওয়াজেদ, মৃত আব্দুর রহিম এর ছেলে হাবিবুল্লাহ সরদার, মৃত ফজলে করিম, মোঃ রফিকুল ইসলাম মৃত শাহজাহান সানা ইউনুস আলী মৃত হযরত আলী ঢালী এর ছেলে আব্দুস সামাদ ঢালীরা এক দলীয় সমস্যার্থবিশিষ্ট ্ পরসম্পদ লোভী, লাঠিয়াল, বাহিনী সর্বোপরি আইন ও অমান্যকারী ব্যক্তিবর্গ হওয়ায় অভিযোগকারী জয়নগর মৌজার এস এ ৮৮ নং খতিয়ানে কিছু সম্পত্তি রয়েছে যাহা অভিযুক্ত রা সম্পূর্ণ অন্যায় ভাবে উক্ত সম্পতি জবর দখলের জন্য বেশ কিছুদিন ধরে পাঁয়তারা চালাচ্ছে। সর্বশেষ ঘটনার তারিখ ও সময়ে অভিযুক্ত ব্যক্তিরা বেআইনি জনতায় আবদ্ধ হইয়া দা লাঠি শাবল নিয়ে উক্ত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে। অভিযুক্তরা অভিযোগকারীর ঘেরা ভেড়া কাটিতে থাকিলে লোক মারফাত জানতে পারিয়া অভিযোগকারী ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্তদের কাছে ঘেরা ভেড়া কাটার কারণ জিজ্ঞাসা করলে এক নম্বর অভিযুক্ত এর হুকুমে সকল অভিযুক্তরা দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া অভিযোগকারী ও তার লোকজনকে বেপরোয়া মারপিট শুরু করে। ২ নং অভিযুক্ত অভিযোগকারীর আপন ভাই মারুফ বিল্লাহ কে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দ্বারা মাথা লক্ষ্য করিয়া বাড়ি মারতে গেলে উক্ত বাড়ি লক্ষ্যভ্রষ্ট হইয়া মাথার পিছনে ভাগ লাগিয়া গুরুতর যখম হয় এবং ৩ নং অভিযুক্ত অভিযোগকারী ভাবিকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দ্বারা মাতার মাঝখানে কোপ মেরে হাড় কাটিয়া গুরুত্ব জখম করেন ৪ নং অভিযুক্ত অভিযোগকারী কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা মারপিট করেন এছাড়া অভিযোগকারীর পরিবারের সকল সদস্যদের অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করেন এমনকি কাপড়চোপড় টানিয়া ছিড়িয়া ফেলেছে। অভিযোগকারী আর্জিতে আরো উল্লেখ করেন সকল অভিযুক্তরা তার জমির ঘেরা বেড়া কাটিয়া আনুমানিক লক্ষাধিক টাকার ফসল নষ্ট করেছেন। অভিযুক্ত দের মারপিটের ফলে তারা কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরায় চিকিৎসা সেবা গ্রহন করেছেন মর্মে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে। মামলা নং- সি আর- ৫১৬/২২(শ্যাম:) ধারা:-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২য়) দন্ড: বিধি: আদালতে মামলাটি শুনানি করেন বিজ্ঞ আইনজীবী এ্যাড আশরাফুজ্জামান ও এ্যাড মিসবাহুর রহমান।