শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার ১০ মার্চ সকাল ১০ শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। আলোচনা সভার পূর্বে দূর্যোগ প্রস্তুতি ও জনসচেতনতা মূলক র‍্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিল ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,উপজেলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দেবীরঞ্জন মন্ডল,আবুল হোসেন,পল্লী বিদুৎ এর ডিজিএম সঞ্জীব মন্ডল, এ সময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন সিপিপির উপজেলা সমন্বয়কারী শেখ মোখলেসুর রহমান মূকুল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিপিপি সহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ,ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ । সমগ্র র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শাহিনূল ইসলাম।