শ্যামনগরে জাতীয় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগরে জাতীয় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় “মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা জাতীয় পুষ্টি সেবার আয়োজনে ওস্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ’২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর সহ উক্ত কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন হাসপাতালের আরএমও ডাঃ জি এম তরিকুল ইসলাম, এমওডিসি ডাঃ মোঃ মিলন হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ মীম মখদুম জাহান রানা।