শ্যামনগরে দাখিল পরীক্ষার্থী সহ আহত-৩

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩


এম,কামরুজ্জামান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে দেশীয় অস্ত্র নিয়ে হরিনাগাড়ী গ্রামের আসলাম ফারুকের বাড়িতে হামলা করেছে একই গ্রামের জাহিদুর গাজী,মামুন মোড়ল ও নৈকাটি গ্রামের রহমতুল্লাহ কাগুচী। হামলায় আহত হয়েছে আসলাম ফারুক (৪৬) তার দাখিল পরীক্ষার্থী কন্যা রেক্সোনা (১৬) ও শিশু পুত্র আল মামুন (১৩) বর্তমানে তারা শ্যামনগর সরকারি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ এপ্রিল দুপুর ১২টার সময়। এ ঘটনায় আসলাম ফারুক বাদী হয়ে জাহিদুর, মামুন ও রহমতুল্লাহকে আসামী করে শ্যামনগর থানা লিখিত এজাহার দাখিল করেছেন। ঘটনার বিবরণে জানা যায়,আসলাম ফারুকের পুত্র আল মামুন রহমতনগর জামেয়া উম্মুল ক্বোরা মাদরাসা ও এতিমখানার টাকা আনতে গিয়ে হারিয়ে ফেলে। এ ঘটনায় মাদরাসার শিক্ষকরা আল মামুনকে মারপিট করে ফুলা জখম করে। বিষয়টি নিয়ে আসলাম ফারুক ছেলেকে অমানুষিক ভাবে মারপিটের ঘটনা জানতে মাদরাসায় যান। সেখানে উচ্চ বাক্য বিনিময় হয়। বিষয়টি নিয়ে ২৮ এপ্রিল দুপুরের সময় জাহিদুল, মামুন মোড়ল ও রহমতুল্লাহ দেশিও অস্ত্র নিয়ে আসলাম ফারুকের বাড়িতে যেয়ে হামলা করে। এ সময় তার দাখিল পরীক্ষার্থী রেক্সোনা শিশু পুত্র আল মামুন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে জখম করে। এ ঘটনায় অত্র মাদ্রাসা বড় হুজুর আবুল হোসেন সহ এলাকাবাসী ঘটনা সত্যতা স্বীকার করেছেন।