শ্যামনগরে নৌকা জাল সহ ৯ জন জেলে আটক” জরিমানায় মুক্তি”

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম।
সোমবার ১৬ ডিসেম্বর ভোর ৬টার দিকে পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বড় মানিকচরা ও কেউড়া বুনিয়া খালে অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতরা হলেন,উপজেলার
কালিঞ্চি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে খলিল গাজী,ফজর আলী গাজীর ছেলে আনারুল ইসলাম, আবু কাওসার গাজীর ছেলে মাহমুদ আলী ও রমজান আলী, আজগর সরদারের ছেলে অলিউল্লাহ সরদার, শামসুর আলী গাজীর ছেলে আবু সাঈদ, মোঃ আব্দুর রহমানের ছেলে আনিসুর রহমান, আব্দুল কাগুজির ছেলে গোলাম কাগুজি ও কালিগঞ্জ উপজেলার চৌবা-ওয়া গ্রামের ইসহাক আলী মোল্লার ছেলে মজিবর মোল্লা। আটককৃতদের কাছে থাকা তিনটি নৌকা ও বেশ কিছু ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ।
আটককৃত জেলেদের মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা বনবিভাগের বন আইনে আড়াই লাখ টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে বলে জানান বনবিভাগ।