শ্যামনগরে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা শ্যামনগর কে হানাদার মুক্ত করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি পালন করে।শনিবার ১৯ নভেম্বর সকাল ৮টায় সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার,উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি করেন।
মুক্তিযোদ্ধা ভবন এর সামনে থেকে র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আলোচনায় সম্মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ,প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল , ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, সন্তান কমান্ডের সভাপতি, এসএম কামরুল হায়দার নান্টু সহ মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডে,গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বীর মুক্তিযোদ্ধারা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।