শ্যামনগরে মৎস্য ঘেরের বেড়ীবাধ কেটে দখলের অভিযোগ

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের আব্দুস সামাদ মোড়ল জানান পোড়াকাটলা মৌজার তার ৪৩৩৯,৫৪৪৭,৪৩৩৫ ও ১৮৭০ নং দলিল মুলে ৮৯ ও ৯০ সালে মজিবর,ফনিরউদ্দীন ও জব্বার মালীর নিকট থেকে ১ একর সাড়ে ৪০ শতক জমি ক্রয় করে ১১ শতক বিক্রি বাদে ১ একর সাড়ে ২৯ শতক জমি দীর্ঘদিন ভোগ দখলে মৎস্য ঘের করে আসছে জানান। বর্তমান জরিপে তার নামে বি এস ১৯২ও১৬৫৭ দুইটি খতিয়ানে ১একর ২৯শতক জমি রেকর্ড পেয়েছে। যার এস এ দাগ ১৭০ হাল দাগ ১৮৫,। ২০২৩ সাল শুরুতেই এলাকার সিরাজুল মোল্লার নেতৃত্বে ঘেরের রাস্তা কেটে দেয় জানান। এ সময় সে ৯৯৯ নম্বরে কল করলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলে। এতে সিরাজুল মোল্লা তার নিজ নামীয় কোন কাগজ পত্র দেখাতে পারেনি। এর পরও সিরাজুল মোল্লা তার মৎস্য ঘেরটি জবর দখলের চেষ্টা করছে। অপরদিকে সিরাজুল মোল্লা জানান,তিনি দাতিনাখালি গ্রামের মৃত লিয়াকত গাজী, নেছার গাজী, মুকুল গাজী ও খোকন গাজী গংদের নিকট থেকে জমি ক্রয় করেছেন। কিন্তু বর্তমান তার নামে রেকর্ড করতে পারেননি। কোটে সিভিল এর মামলায় রেকর্ড পরিবর্তন করবেন ,কাজ চলমান রয়েছে বলে জানান।