শ্যামনগরে যমুনা নদীতে জোয়ার ভাটা দেখতে চাই এলাকাবাসি

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

এম,কামরুজ্জামান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে যমুনা নদীতে জোয়ার ভাটা দেখতে চাই এলাকাবাসি। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরগরম হয়ে উঠেছে বেশ কিছু দিন ধরে। এর আগে রাস্তায় নেমে আন্দোলন করে সুশীল সমাজের লোকজন। দীর্ঘদিন পরে যমুনা নদীর খাল কাটা সংস্কার শুরু হলেও নতুন শঙ্কায় বিরাজমান সাধারণ মানুষের মাঝে। জনগণের প্রশ্ন হচ্ছে, আগের সেই দৃশ্য ফেরত পাবে কি যমুনা। একটি ঐক্যবদ্ধ ভূমিদস্যুর দল যমুনাকে গিলে খেয়ে ফেলছে। এই ভূমিদস্যুদের উচ্ছেদ করতে পারবে কি সংশ্লিষ্ট কর্তারা এই প্রশ্ন এখন সাধারণ মানুষের।
সাধারণ মানুষের ধারনা শুধু খাল খননের নামে লুটপাট,অসাধু মহলকে টাকা ইনকাম করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু এই ধারণা পাল্টাতে হলে কাজের সচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজন। এরই মধ্যে প্রশ্ন উঠছে,শুধু লোক দেখানো আর গরিবের কুঁড়ে ঘর ভাঙ্গার কার্যক্রম নয় তো।শ্যামনগর উপজেলার জনগন মনে করে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ যদি ইচ্ছা করে তাহলে প্রবাহমান আদি যমুনা ফিরে পাবে তার আসল রূপ।