শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন এমপি-জগলুল হায়দার

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর উদ্যোগে অন্ধজনে দেহ আলো এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর যৌথ সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা দপ্তর, উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার ৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামনগর প্রাণি সম্পদ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,প্রাণি সম্পদ অফিসার সুব্রত বিশ্বাস, সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম,থানার ওসি তদন্ত হাফিজুর রহমান,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সহযোগী প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন,সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সাবেক সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর নেতৃত্বে ৫০ জন স্বেচ্ছাসেবী ক্যাম্প সফল করতে সহযোগিতা করেন। ক্যাম্পে ১৫৭৪ জন রোগী সেবা গ্রহণ করেন। এরমধ্যে ২৪৭ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনাতে প্রেরণ করেন সংগঠনের সদস্যরা।