শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের আপত্তিকর মন্তব্য নিয়ে সাংবাদিকদের জরুরি বৈঠক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার প্রেসক্লাব নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন আপত্তিকর মন্তব্য করায় উপজেলার কর্মরত সাংবাদিকদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হল রুমে শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিক সহ উপজেলার সকল সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় সাংবাদিকরা বৈঠকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সকলের মতামতের ভিত্তিতে পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রদান করা হয় এবং বিতর্কিত বক্তব্যের জন্য তীব্র নিন্দা জানানো হয়। এ সময়ের মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় উপজেলার পরিষদের চেয়ারম্যান এস আতাউল হক দোলনের দপ্তরের যে দূর্নীতি তদন্ত পূর্বক ধারাবাহিক প্রতিবেদন করতে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন করার ব্যাপারে একমত পোষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন
প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম.মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ডাঃ তপন কুমার বিশ্বাস,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য রনজিত বর্মন। প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী,আলহাজ্ব আবু কওছার, সাবেক উপদেষ্টা আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক,আনিচ্ছুজ্জামান সুমন,এস.কে সিরাজ, সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক,এম.কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দীক,
আসাদুজ্জামান লিটন,সামিউল ইসলাম মন্টি,,আবুল হোসেন।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু,সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম,সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন,নীলাকাশ বার্তার সম্পাদক মোঃ নুরুজ্জামান,অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,মোহাম্মদ ফরিদ উদ্দীন,রমজাননগর কৈখালী রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন,সাধারণ সম্পাদক শাহিন আলম,উপকূলীয় প্রেসক্লাবের সাহেব রেজা প্রমূখ।