সখিপুর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির প্রশিক্ষণ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

বি এম বাবলুর রহমান-সাতক্ষীরা
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে সখিপুর এক দিনের প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকাল ৯ ঘটিকায় সুখিপুর,দেবহাটা ব্র্যাক অফিসে পল্লী সমাজের নেতাদের নিয়ে একদিনের প্রশীক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পল্লী সমাজের নেতাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন, সিনিয়র অফিসার ( ক্যাপাসিটি বিল্ডিং) তৃপ্তি সাহা,মোঃ হুমায়ূন কবির জেলা ব্যবস্থাপক(সেলপ) সাতক্ষীরা। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন সামসুন্নাহার পারভীন এসিস্টেন্ট অফিসার(সেলপ)।
প্রশিক্ষণে নারীদের ক্ষমতায়ন করতে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন হয়রানী প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ শেষে পল্লী সমাজের নেতারা স্ব স্ব পল্লী সমাজে গিয়ে আলোচনা করে পল্লী সমাজের নারী সদস্যরা কিভাবে পল্লী সমাজ পরিচালনা করবেন সেগুলো শেখাবেন।বাল্য বিয়ে বন্ধ করনে তাদের কি ভুমিকা সেটা নিয়েও আলোচনা করে বন্ধের ব্যবস্হা করবেন।