সরকার অনুমোদিত মৎসঘের দখলের পায়তারা মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনের নামে মামলা

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নের ডিডকৃত জমি জবর দখলের চেষ্টা করছে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান সহ মেম্বার জলিল ও জিয়া বলে অভিযোগ করেছেন অত্র ইউনিয়নের মৃত এয়াকুব ফকিরের ছেলে রহমতউল্লাহ।
তিনি জানান, হরিনগর মৌজায় নিজেূেদের জমি সহ বিভিন্ন জমির মালিকদের থেকে ডিডকৃত ৩ শত বিঘা জমিতে ১৯৮৪ সাল থেকে তার পিতা ইয়াকুব ফকির মৎস ঘের করে আসছে। ঘের চলমান অবস্থায় ডিড দেওয়া কৃষ্ণপদ মন্ডল সহ ১১জন দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় তাদের চিংড়ী লুটপাট করে ৮০ বিঘা জমি জবর দখল করে নেয়। সেই থেকে তাদের জমিতে তারা মৎস্য ঘের করে আসছে। বর্তমানে রাজনৈতিক হিংসার কারণে ৭ নং মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও ইউপি সদস্য আব্দুল জলিল ও জিয়ায়ুর রহমান,ঐ ১১ জন জমির মালিক, সহ ডিডকৃত কিছু মালিকদের সাথে নিয়ে তাদের সরকার অনুমোদিত চিংড়ী ঘের উচ্ছেদ করার পায়তারা করে আসছিল। গত ২১ জানুয়ারী চিলের খাল নামীও খালে থাকা অবস্হায় আব্দুল খালেক মোল্লার ও তার ২ ছেলেকে মারপির করে। এ ছাড়া ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে মারপিট করে শ্যামনগর থানার সোপাধ করে মামালা করে । উক্ত মামলায় মুক্তিযোদ্ধা পরিবারের একই পরিবারের পাঁচজনকে আসামি করে। যার মামালা নং ২৩ তারিখ ২১ জানুয়ারী। উক্ত মামলা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন