সাফল্যের পথে পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

রিপোর্টার –

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৩১ মে।ঐদিন সকাল ১০ টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের এসএসসি ও পরীক্ষায় অংশ নেন ২০ লক্ষ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী।এর মধ্য ছাত্র ১০ লক্ষ ২৪ হাজার ৩৬৪ জন এবং ছাত্রী ১০ লক্ষ ২৩ হাজার ৪১৬ জন।২০ লক্ষ ৪৭ হাজার ৭৭৯ জনের মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লক্ষ ২২ হাজার ১৬৮ জন। এদের মধ্যে অংশ নেন ১৪ লক্ষ ১৬ হাজার ৭২১ জন।উক্ত অংশগ্রহণ কারীর মধ্যে সারারা দেশে পাশের হার শতকরা ৮২.৮৭%. জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১,৩৫,৮৯৮ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনস্থ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবছর ১৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।এদের মধ্যে ১৮৬ জন শিক্ষার্থী সফলতারর সাথে উত্তীর্ণ হয়। পাশের হার ৯৮.৪১%।

পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর রেকর্ড সংখ্যক জিপিএ-৫ ফলাফল অর্জন করে যাদের মধ্যে ২ জন গোল্ডেনধারী অন্তর্ভুক্ত।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত ও ব্যবহারিক সব পরীক্ষা শেষ হয় ৫ মার্চ।

নিয়মানুযায়ী ২ মাসের মধ্যে ফল ঘোষনা করার কথা থাকলেও করোনা ভাইরাসের কারনে কিছুটা বিলম্বিত হয়।