সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়েছে।

বদি করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী শাহিন আকাতার এমপির শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল ও বদির বোন শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

এর আগে বুধবার তিনি কক্সবাজারে একটি প্রাইভেট ক্লিনিকে (ইউনিয়ন হাসপাতাল) ভর্তি ছিলেন। বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার পজিটিভ রিপোর্ট আসে।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান সাবেক সংসদ সদস্য বদির করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনিও শুনেছেন তবে (রাত সাড়ে ৮টা পর্যন্ত) অফিসিয়ালি রিপোর্ট হাতে পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে সাবেক সাংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন। সেখানে প্রায় সপ্তাহখানেক ধরেই বদির জ্বর দেখা যাচ্ছিল। তবে অন্য কোন উপসর্গ ছিল না। এছাড়া তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছেন বলে জানান।

এর আগে বদির স্ত্রী শাহিন আক্তার এমপির করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে তবে তার শরীরে টাইফয়েড ধরা পড়ে বলে জানা গেছে।