সাবেক বর্তমানের চড়ুইভাতি-২২ উপলক্ষ্যে মতবিনিময় সভার সিন্ধান্ত সমূহ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১


জাহিদ হাসানঃ

আবারো বেনাপোলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সাবেক এবং বর্তমানের আহ্বানে।

“এসো মিলি প্রাণের স্পন্দনে, তোমার আমার শিকড় যেখানে” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সাবেক ও বর্তমান অনলাইন গ্রুপের উদ্যোগে চড়ুইভাতি-২০২২ উপলক্ষে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে।

১৮ই ডিসেম্বর ২০২১ রোজ শনিবার বিকাল ৫ঃ৩০ মিনিটে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সকল এস এস সি ব্যাচ হতে দুইজন করে প্রতিনিধির উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মখলেছুর রহমানের সভাপত্বিতে ও বেনাপোল মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমানের সঞ্চালনায় কিছু সিন্ধান্ত গৃহীত হয়।

সিন্ধান্ত সমূহঃ-

১| চড়ুইভাতির তারিখ ২২ই জানুয়ারি ধার্য করা হয়।
২| চাঁদার হার জনপ্রতি ৩৫০/- ধার্য হয়।
৩| চড়ুইভাতির স্থান রায়পুর সজনের ভেরিতে নির্ধারণ করা হয়।
৪| চাঁদা জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৫ই জানুয়ারি ধার্য করা হয়।
৫| চাঁদা আদায় স্ব স্ব এস এস সি ব্যাচের প্রতিনিধি গণ আদায় করবেন।
৬| র‍্যাফেল ড্র এর পুরষ্কার ১০ টি নির্ধারণ করা হয়।
৭| চড়ুইভাতি অনুষ্ঠানে দাতা সদস্যদের জন্য একটি সম্মাননা স্মারক প্রদান করা হবে।
৮| প্রত্যেক ব্যাচ থেকে ১জন করে চড়ুইভাতি আয়োজন কমিটির সদস্য নেওয়া হয়।

মতবিনিময় সভা সফলভাবে সমাপ্ত হওয়ায় সাবেক বর্তমান অনলাইন গ্রুপের এডমিন মিলন হোসেন এবং মুখপাত্র দ্বীপ বিশ্বাস সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।