সারা দেশে তীব্র তাপদাহ।থাকবে আরও কিছুদিন

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২

শীত শেষ না হতেই শুরু হয়েছে তীব্র তাপদাহ।দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আবহাওয়ার তথ্য বলছে, এই তাপপ্রবাহ আরো কয়েক দিন থাকবে। সাত দিন পর কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে এই সময়ের মধ্যে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশে সর্বোচ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস