সিলেটের এমসি কলেজের ছাত্র নিহত

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২ য় বর্ষের শিক্ষার্থী কোরআনে হাফিজ ইফজাল আহমদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনীদের বিচারের আওতায় আনা হোক।
টিউশন সেবা সিলেটের ফ্রি স্কুলের শিক্ষক ছিলেন ইফজাল।গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়,থাকতেন সিলেট উপশহর বি-ব্লকের ১৮নং রোডের ৩ নং বাসায়।সম্পূর্ণ সুস্থ ও তরতাজা যুবক ইফজালের লাশ পাওয়া যায় তার বিল্ডিংয়ের নিচেই রাখা,৪তলা বিল্ডিংয়ের ৩য় তলায় থাকতেন ইফজাল।২৫ জুন মধ্য রাতে কে বা কারা ইফজালকে পরিকল্পিত ভাবে হত্যা করে।এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করবেন না।ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইফজালের লাশের পাশেই রশি রাখা,দুর্ঘটনা হলে এখানে রশি আসবে কোথা থেকে? প্রত্যক্ষদর্শী স্থানীয় কাউন্সিল সালেহ আহমদ সেলিম ফেসবুক পোস্টে লিখেছেন ইফজালের কোমরে রশি বাঁধা অবস্থায় তিনি দেখেছেন। দুটি ছাদের মধ্যখানের সামান্য গ্যাপ দিয়ে কেউ লম্বা হয়ে নিচে পড়ে থাকবে এটা কোনমতে বিশ্বাসযোগ্য? আচ্ছা ইফজাল যদি ছাদের উপর থেকে পড়েই মারা যায় তাহলে তার মাথায় কোন আঘাত নেই কেন? আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি গোয়েন্দা সংস্থাগুলো সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ইফজাল যে বিল্ডিংয়ে থাকতেন সেই বিল্ডিংয়ের সব বাসিন্দাকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক।ইফজাল হত্যার সুষ্ঠু তদন্তের দাবীতে আমরা প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামব।বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেয়া হবেনা এমনটিই জানান শুভাকাঙ্ক্ষীরা।