সুদের টাকার চাপে জীবন দিল বিশিষ্ট মোবাইল ব‍্যবসায়ী সোহেল।                                           

প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২২

সুদের টাকার চাপে জীবন দিল বিশিষ্ট মোবাইল ব‍্যবসায়ী সোহেল।                                            বিশেষ প্রতিনিধি। নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর গ্রামের বিশিষ্ট মোবাইল ব‍্যবসায়ী সোহেল রানা সুদের টাকার চাপে নিজের বাবার বাড়িতে প্রথমে হারপিক খেয়ে এবং পরে বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে। সোহেল কালিকাপুর গ্রামের বিশিষ্ট ব‍্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদউল্লার ছেলে। তার পরিবার এবং বাড়ির পার্শ্বের দোকানদার জানান,বৃঃপ্রতিবার সকাল অনুমানিক ১০টা দিকে সোহেল ঘরের দরজা বন্ধ করে গলায় বটি দিয়ে কেটে ফেলে এবং গ্যাংড়ানোর শব্দ শুনে দরজা ভেংগে প্রথমে আমিনা হাসপাতালে নিয়ে যাই ওখানে ডাঃ দেখে চিকিৎসা না করে রাজশাহী নিয়ে যেতে বলে রাজশাহী নিতে প্রায় অ্যাম্বুলেন্স জন‍্য আধ ঘন্টা দেরি হয় এবং রাজশাহী নিয়ার পথে তিনি মারা যান। কালিকাপুর সংরক্ষিত ওর্য়াডের মহিলা কাউন্সিলর শিরীন আক্তার বলেন,যাদের সুদের টাকার কারণে সোহেল মারা গেল এর উপযুক্ত বিচার চাই। সোহেলের জানাজায় অংশগ্রহণকারী তার স্মৃতিচারণ করতে গিয়ে সবাই এই সুদের টাকার জন‍্য সোহেলের মৃত‍্য দায়ী করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর পাটোয়ারী বলেন, এর পর আর কেউ যেন সুদের টাকার জন‍্য আত্মহত্যা না করে বনপাড়া পৌর মেয়র ও উপজেলা পরিষদে বিচার দিলে আমরা উপযুক্ত ব‍্যবস্হা নিব। বড়াইগ্রাম থানার অফিসার ইনর্চাজ আবু বক্কর সিদ্দিক জানান, সোহেল বিভিন্ন লোকার কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে দিতে না পারায় আত্মহত্যা করেছে।এবং এই বিষয় সি আই ডি তদন্ত হয়েছে।