সুন্দরবনে অভয়ারন্য থেকে নিষিদ্ধ জাল,নৌকা,ট্রলার সহ ১৭ জেলে আটক

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল সহ ১৭ জেলে আটক করেছে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও ৫টি নৌকা জব্দ করে বনকর্মীরা।
সোমবার ১২ ডিসেম্বর ভোর ৫টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের তালপট্টি সংলগ্ন পানির খাল ও আগুনজালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে।
আটক কৃত জেলেরা হলেন,খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্রামের মশিউর হাওলাদারের ছেলে লিপন হাওলাদার, মৃত আঃ মালেকের ছেলে মোঃ মামুন, মোঃ ইলিয়াসের ছেলে মোঃ খয়রুল আলম, বাগেরহাট জেলার মংলা থানার উলোবুনিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে মুজাহিদ শেখ, কয়রা থানার সাতহালিয়া গ্রামের মৃত আঃ হালিম শেখের ছেলে সাদ্দাফি হোসেন ডালিম, ফকিহাট জেলার ভাঙন পাড়া থানার দিয়া পাড়া গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে অলি হাওলাদার, রামপাল থানার চামপুর গ্রামের মৃত লিয়াকত আলী শেখের ছেলে মাসুদ শেখ, ভেটকামারী গ্রামের খালেক মোল্যার ছেলে সাইফুল মোল্যা, রফিকুল মোল্যা ও রেজাউল মোল্যা, শহিদ শেখের ছেলে রিপন শেখ, টেংরামারী গ্রামের মৃত জাকির শেখের ছেলে নাজিম শেখ, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ছাত্তার গাজী, মৃত মান্দার গাজীর ছেলে আবু মহসিন, পার্শ্বেখালী গ্রামের কওছার আলীর ছেলে শহিদুল ইসলাম, মাওলা বক্স মোড়লের ছেলে মজিদ মোড়ল এবং মোহাম্মাদ আলীর ছেলে ইদ্রিস আলী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে ট্রলার নিয়ে মাছ ধরার সময় পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের চরপাটা জাল, ট্রলার ও নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটক ছেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।