সেরে উঠছেন ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটা ভালোর দিকে। অনেকটা স্বাভাবিক শ্বাস নিতে পারছেন তিনি। ফলে কমেছে অক্সিজেন গ্রহণের মাত্রা। তার নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় নিয়োজিত অধ্যাপক অবসরপ্রাপ্ত ডা. ব্রিগেডিয়ার জেনারেল মামুন মোস্তাফির বক্তব্য দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের মারাত্মক নিউমোনিয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে। তাকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত অ্যান্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।

২৫ মে করোনা সংক্রমণ ধরা পড়ে জাফরুল্লাহ চৌধুরীর। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের টেস্টিং কিট দিয়ে নিজের নমুনা পরীক্ষা করান ডা. জাফরুল্লাহ। ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে।