সেহরিতে না খেলে রোজা হবে?

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

পবিত্র রমজান চলছে । মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন পর্যাপ্ত খাবার আছে। কিন্তু আলসেমির কারণে সেহরিতে সেটা না খেয়ে কেবল এক গ্লাস পানি পান করলো কেউ। কিংবা, কিছুই খেলো না। এতে কি রোজা হবে?

উত্তর: ইসলামের দৃষ্টিতে রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। সেহরি খাওয়া রোজার জন্য শর্ত নয়। তাই সেহরি না খেলেও রোজা হয়ে যাবে। তবে মনে রাখবেন, সেহরি খাওয়া সুন্নত। অল্প খেলেও সুন্নত পালন হয়ে যাবে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে,  সেহরি খাওয়ার মাঝে রয়েছে বরকত। যারা সেহরি খায়, তাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও ফেরেশতাদের দোয়া। তাই সেহরিকে সুন্নত মনে করে গুরুত্বের সঙ্গে পালন করা উচিত।

-সঙ্গগৃহীত