সোস এর উদ্যোগে ঈদ বক্স বিতরণ

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১

 

ঈদের অনাবিল আনন্দ ও খুশি অসহায় দুঃস্থ ও অবহেলিতদের মাঝে ছড়িয়ে দিতে পবিত্র মাহে রামাদান উপলক্ষে “প্রজেক্ট রামাদান” এর আওতায় ” ঈদ বক্স” আজ রাতে সৈয়দপুরের পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া,মোল্লাপাড়া,বড় ঢিং ঢিং পাড়া,নলছাপাড়া, বোতলাগাড়ী শ্বাসকান্দর, বাঙ্গালীপুর এবং কুন্দল এলাকায় ৩০ টি অসহায় সুবিধাবঞ্চিত পরিবারে “ঈদ উপহার” পৌঁছে দেয় সৈয়দপুরের অরাজনৈতিক মানবিক ও সামাজিক সংগঠন “Social Welfare Organisation of Saidpur(SWOS).
প্রতিটি ঈদ বক্সে ছিলো শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি,তেল, সাবান এবং পোলার চাল।
উল্লেখ্য প্রতিষ্ঠালগ্ন থেকে ” সোস” অসহায় দুঃস্থ সুবিধাবঞ্চিত পরিবারে ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে দিতে “প্রজেক্ট রামাদান” এর আওতায় “ঈদ বক্স” বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ সাজেদুল ইসলাম সাজু এবং সেকেন্দার আলী আদনানের সার্বিক তত্ত্বাবধানে সোসের সদস্যবৃন্দ প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের খুঁজে খুঁজে তাদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ বক্স পৌঁছে দিয়েছে। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সংগঠনের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা এবং মহান মাবুদের দরবারে উত্তম প্রতিদান কামনা করছি।