সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদের নামাজ আদায়

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩


মোঃ এরশাদ হোসেন রনি,মোংলাঃ

সৌদি আরবের সাথে মিল রেখে মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাটসহ কয়েকটি এলাকায় পালিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। এ জামায়াতে স্থানীয় এলাকার ৭০/৮০ জন আহলে হাদীস অনুসারীরা অংশগ্রহণ করেন।

মসজিদে নামাজের আগেই একে অপরের সাথে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। সৌদিআরবের সাথে মিল রেখেই দীর্ঘ ১০ বছর ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন সেখানকার বাসিন্ধারা।

স্থানিয়রা বলেন, আজ এটা নতুন নয়, খুবই স্বাভাবিক বিষয়। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ করি। নামাজ আদায় শেষে আমরা যার যার মতো ঘোরাফেরা করি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে যাই, তারাও আসে আমাদের বাড়িতে। আমরা প্রতি বছরই পালন করে থাকি। আগে তাও কম কম মানুষ জামাতে অংশ নিতেন। এখন দিন দিন তা বাড়ছে। নামাজ শেষে আত্মীয়-স্বজনের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে আসে। সারাদিন আমরা অনেক আনন্দ করি।

সাধারণ মুসল্লিরা জানান, গত ১০/১১ বছর ধরে এ এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালন করে আসছে।

চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হাজারী এ পবিত্র ঈদুল ফিতরের জামায়াত পরিচালনা করেন।