সয়াবিনের উপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

অস্থির তেলের বাজার নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম ওয়েলের ওপর থেকে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, এ বছরের ৩০ জুন পর্যন্ত ভোজ্য তেলে এই ভ্যাট দিতে হবে না।

অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে। তবে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, রান্নার তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে।

সম্প্রতি দফায় দফায় ভোজ্য তেলের দাম বেড়েছে। সর্বশেষ প্রতি ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৭৯৫ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু ঘাটতির সুযোগে খুচরা পর্যায়ে এই তেল আরও অনেক চড়া দামে বিক্রি হচ্ছে।এক শ্রেণির ব্যবসায়ী মজুদ করায় এই সংকট আরও প্রকট হয়েছে।