হজযাত্রা বাতিল চলতি বছরে ৯৪৬ কোটি টাকা ক্ষতির সম্মুখীন বিমান

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

করোনার কারণে এবার শুধু সৌদির নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশি

নাগরিকরা হজে অংশগ্রহন করতে পারবেন। বাংলাদেশসহ সব দেশ থেকে এবার হজযাত্রা বন্ধ থাকবে।

এতে ৯৪৬ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে হজযাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকারে এমন তথ্য পাওয়া গেছে।

বিমান সূত্রে জানা গেছে, বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও

সৌদি এয়ারলাইন্স সব হজযাত্রী বহন করে। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯১

জনের হজে যাওয়ার কথা ছিল। যার মধ্যে ৬৮ হাজার ৫৯৫ জনকে বহন করতো বিমান বাংলাদেশ। প্রতি টিকেট ১ লাখ ৩৮ হাজার টাকা হলে শুধু হজযাত্রী বহন করে ৯৪৬ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা আয় হতো এই সংস্থার। হজফ্লাইট বাতিলের কারণে ৯৪৬ কোটি টাকার আয় হারাবে বিমান।

জানতে চাইলে বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হজ ফ্লাইট বাতিল হলে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি হবে। তবে এটি মানিয়ে নিয়ে চলতে হবে। করোনার কারণে সব উড়োজাহাজ প্রতিষ্ঠানই লোকসানের মুখে টিকে আছে।’ বিমানও এই সময়ে টিকে থাকার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।