হজ বাতিলের শঙ্কায় হজযাত্রী ও এজেন্সিগুলো

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

ওই হিসেবে আর আছে মাত্র ৪৩ দিন। কিন্তু এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে সৌদি আরবে।

বর্তমান পরিস্থিতিতে আসন্ন হজ বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে বলে বিবেচনা করছে সৌদি সরকার।

তবে এখনও তারা এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশকে।

জানা গেছে, বাংলাদেশের হজযাত্রী এবার যেতে পারবে কিনা তা সৌদি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

গেলেও কত শতাংশ যেতে পারবে, তা এখনও ঠিক হয়নি। এদিকে হাতে সময়ও কম।

১৫ জুনের পরে সৌদি সরকার থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা। কিন্তু এখনও কোন সিদ্ধান্ত আসেনি।

ফলে বাংলাদেশ সরকারও এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছে না। তারাও আছে বেকায়দায়।

নিবন্ধিত হজযাত্রীদেরও তারা চূড়ান্ত কোন সিদ্ধান্ত দিতে পারছে না।

সিদ্ধান্ত না পাওয়ায় বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ হজযাত্রী এ নিয়ে উদ্বিগ্ন।

এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকে শেখ মো. আব্দুল্লাহ।

তার মৃত্যুতে হজের বিষয়টি নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে।