হতদরিদ্রের ভাষা বোঝেন না মন্ত্রীরা : জিএম কাদের

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২


বি এম বাবলুর রহমান:

সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না আর মন্ত্রীরা হতদরিদ্রদের ভাষা বোঝেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাপার ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, সরকার বলছে- মানুষের আয় বেড়েছে, দেশের প্রবৃদ্ধি ঈর্ষণীয় পর্যায়ে। টিসিবির ট্রাকের পাশে মানুষের লাইন দেখলেই বোঝা যায় মানুষ কতোটা ভালো আছে,এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। টিসিবির পণ্য দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। এমন বাস্তবতায় রেশনিং চালু করতে পারে সরকার।

জাপা চেয়ারম্যান আরো বলেন, নিত্য পণ্যের দাম বেড়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষ বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি চায়। দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি চায়। একটি চক্র সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করেছে। সরকারের যেন কিছুই করার নেই।