হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩১ নির্মাণকর্মী কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ নির্মাণকর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন কাজে যোগ দেওয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এরই মধ্যে করোনা আক্রান্ত ৩১ কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

বেবিচকের প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, ‘করোনা প্রাদুর্ভাবের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে চলছে। সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।’

বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প অন্যতম। প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ টার্মিনালে বিশ্বমানের সব সুবিধা থাকছে ।