হাজতখানায় স্বামীকে খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় চুরি মামলার এক আসামীকে শুকনা খাবারের সঙ্গে ১৬পিচ ইয়াবা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ওই আসামীর স্ত্রী। গ্রেপ্তার হওয়া নারী রোজিনা বেগম রিক্তা (২৫) সে পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মিলন রহমানের স্ত্রী।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি আবু ইমাম জাফর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পুলিশ কোর্টে একটি চুরি মামলার আসামি মিলন রহমান (২৭) পুলিশ কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনা খাবার দেওয়ার জন্য পুলিশের কাছে যান। হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ ওই শুকনা খাবার দিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় শুকনা খাবারগুলো যাচাই করতে গিয়ে চিড়ার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাওয়া।