হারারেতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯৯ রানে গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি টুয়েন্টিতে প্রথম জয়ের ইতিহাস গড়ে জিম্বাবুয়ে।

দুই দলই এক ম্যাচ করে জেতায় শেষ ম্যাচ হয়ে উঠে সিরিজ নির্ধারণী ম্যাচে।

রোববার এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে ছিল স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু শেষদিকে মাত্র দ্রুত উইকেট হারিয়ে ২৪ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে।

পাকিস্তানের দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করে জিম্বাবুয়ে।জয়ের জন্য শেষ ৪২ বলে প্রয়োজন ছিল মাত্র ৬৫ রান। হাতে ছিল ৯ উইকেট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকেছিটকে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট শিকার করেন পেসার হাসান আলী। এছাড়া ২ উইকেট নেন হারিস রউফ।

রোববার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রিজওয়ান ও বাবর আজমের ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর করে পাকিস্তান । দলের পক্ষে সর্বোচ্চ অপারাজিত ৯১ রান করেন রিজওয়ান।ফিফটি করেন বাবর আজম।

এই ম্যাচে টি টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত ২০০০ রান করার মাইল ফলক অতিক্রম করেন বাবর আজম।