১৩ মে সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর !

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ৮, ২০২১

চাঁদ দেখার ওপর নির্ভরশীল পবিত্র ঈদুল ফিতর। আগামী ১২ মে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তবে টাইমঅ্যান্ডডেট ডটকম (timeanddate.com/)-এ বাংলাদেশে ১৩ মে পবিত্র ঈদুল ফিতরের তারিখ দেখানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১২ মে বুধবার শাওয়াল মাসের চাঁদ ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। বুধবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ১৩ মে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

যদি ১২ মে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ১৪ মে শুক্রবার।

 

jagonews24

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে বলে জানিয়েছিল। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে।

এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই রোববার। আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।

তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস। আর এদিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে উল্লেখ করেছে।

সুতরাং বাংলাদেশের আকাশে ১২ মে মোতাবেক ২৯ রমজান পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ১৩ মে বাংলাদেশেও পালিত হবে ঈদুল ফিতর। এমনই তথ্য দিয়েছে টাইমঅ্যান্ডডেট ডটকম।

এ সাইটটিতে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৭ বছরের ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। পবিত্র ঈদুল ফিতর কবে হবে এটা নিশ্চিত করতে ১২ মে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, আরবি মাস, রমজানের রোজা, ঈদুল ফিতর, আরাফার দিন, কুরবানি, আশুরা, রবিউল আউয়াল- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।