১৬ মে পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ৫, ২০২১

চলমান বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমাও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের মতোই বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বুধবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এর মাধ্যমে গত ১৪ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে কতিপয় নির্দেশনা জারি করা হয়। পরবর্তীতে ২০ এপ্রিল ডিওএস সার্কুলার লেটার নং-১৬ এবং ২৮ এপ্রিল ডিওএস সার্কুলার লেটার নং-১৮ এর মাধ্যমে ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত সকল নির্দেশনার সময়সীমা ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়।