২০২২ সালের এশিয়া কাপের আয়োজক শ্রীলংকা

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২

করোনা মহামারির কারণে ২০২০ এশিয়া কাপ না হওয়ায় তা অবশেষে এবছর হচ্ছে। ২০২২-এ এশিয়া কাপের আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে।এবারের টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কায়।

আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্যদের বার্ষিক সাধারণ সভার পর সিদ্ধান্ত, এবারের এশিয়া কাপ হবে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে হবে টুর্নামেন্টটি

৬ দলের টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি সংস্করণের। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ও এদের সঙ্গে যোগ হবে বাছাইপর্ব খেলে আসা এশিয়ান আরেকটি দল।

বাছাইপর্ব শুরু হবে ২০ আগস্ট। এসিসির ২০২০ আঞ্চলিক টুর্নামেন্টগুলোতে নিজেদের অঞ্চলে প্রথম ও দ্বিতীয় হওয়া চার দল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর আর হংকং খেলবে বাছাইপর্বে।