২৫ মার্চ এক মিনিটের প্রতীকি ব্ল্যাকআউট

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২

বাংলাদেশের ইতিহাডে সবচেয়ে দুঃখের এক দিন হল ২৫ শে মার্চ।১৯৭১ সালের এ দিনে পাকিস্তানিরা রাতের অন্ধকারে নারকীয় হত্যাকান্ড চালায়।এজন্য একে কালোরাত্রিও বলা হয়।
এ উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনী।তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।